মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোরে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। দিনাজপুর জেলার কোতয়ালী থানার কেল্লাবাড়ী এলাকা থেকে ১নং আসামী মোঃ ফাতু (৫০) এবং নাটোর জেলার সিংড়া থানাধীন দিয়ার কাজীপুর এলাকা থেকে ফাতুর ছেলে মোঃ সজিব (২০)কে গ্রেফতার করা হয়েছে। ফাতু নাটোর জেলার সিংড়া থানার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে । উল্লেখ্য ওই গ্রামের আবু বক্করের ছেলে মোঃ শান্ত হোসেন (৩০) একজন মাছের পোনা ব্যবসায়ী। চলতি সনের গত ১৪ আগস্ট আসামী ফাতু ভোর ৬টার দিকে বাদীর বাড়িতে গিয়ে তার অবস্থান জানতে চায় এবং পানি পান করতে চায়। বাদীর স্ত্রী ঘরে গেলে সেও তার পিছনে পিছনে ঘরে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। ভিটটিমের চিৎকারে এলাকার লোকজন ফাতুকে ধরে রাখে। তাৎক্ষণিক উক্ত সংবাদ পেয়ে আসামী মোঃ ফাতুর ছেলে এজাহার নামীয় ২ নং আসামী মোঃ সজীব তার পিতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য হাতের চাকুর দ্বারা ইয়ার আলীর ছেলে মোঃ আইয়ুব আলী বাবু (২০), মৃত জান মামুদ এর ছেলে মোঃ তয়েজ উদ্দিন (২৫), আবুল হোসেনের ছেলে েিমাঃ জাকারিয়া (২০)কে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে মোঃ শান্ত হোসেন (৩০) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানার মামলা নং-১৪, তারিখ- ১৫/০৮/২০২২, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments